১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখকে প্রাণবন্ত ও উৎসবমুখরভাবে উদযাপন করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয় সভায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রঞ্জন রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা কিশোরী মোহন মণ্ডল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্রামুল ইসলাম।
নববর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৩ এপ্রিল (রোববার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৪ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘১৪৩২ বাংলা নববর্ষ’কে বরণ করে নেওয়া হবে। এরপর সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের পরিবেশনার মাধ্যমে বর্ষবরণের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও সুবিধামতো সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। একইসঙ্গে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বৈশাখী শোভাযাত্রা আয়োজন এবং বাংলা নববর্ষ উদযাপনের সচিত্র প্রতিবেদন প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
খাজাঞ্চী একাডেমিতে প্রবাসীদের সংবর্ধনা