সংগীতশিল্পীদের আগাম প্রচারণার সুযোগ করে দিতে ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে টিকটক। এর মাধ্যমে গান প্রকাশের আগেই ভক্তদের মধ্যে প্রচার চালানো যাবে ও একইসঙ্গে পাওয়া যাবে শ্রোতাদের অংশগ্রহণেরও সুযোগ।
টিকটক জানায়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ায় ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এটি। পর্যায়ক্রমে বিশ্বের আরও অনেক দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তি ও সংগীতবিষয়ক কয়েকটি আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গান প্রকাশের আগে তা স্পটিফাই ও অ্যাপল মিউজিকে ‘প্রি-সেভ’ করার সুযোগ থাকবে ভক্তদের। এর পাশাপাশি শিল্পীরা জানতে পারবেন, কোন দেশে তাদের গান সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া পণ্য প্রচারণাসহ বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমেও এটি ব্যবহৃত হতে পারবে।
শিল্পী-ভক্ত সম্পর্ক আরও জোরদার করতে প্ল্যাটফর্মটির পরীক্ষামূলক সংস্করণে ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’ নামে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এই ট্যাবে নির্বাচিত ভক্তদের তৈরি ভিডিও সরাসরি শিল্পীর প্রোফাইলে প্রদর্শিত হবে। এতে আরও ঘনিষ্ঠ কমিউনিটি গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন:: যে কারনে হতে পারে ফেসবুক আইডি রেস্ট্রিক্টেড।