বাংলাদেশিদের জন্য যে ভিসা উন্মুক্ত করল ফিনল্যান্ড

Ayas-ali-Advertise
বাংলাদেশিদের জন্য যে ভিসা উন্মুক্ত করল ফিনল্যান্ড
প্রতীকি ছবি।
বাংলাদেশিদের জন্য যে ভিসা উন্মুক্ত করল ফিনল্যান্ড
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশিদের জন্য ফিনল্যান্ডে মৌসুমী কাজের ভিসা উন্মুক্ত করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, বেরি সংগ্রহের মতো মৌসুমী খাতে কর্মী নিয়োগের জন্য বর্তমানে ভিসা ও ওয়ার্ক পারমিটের আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। আগ্রহীদের এখনই আবেদন করতে বলা হয়েছে।

প্রতি বছর ফিনল্যান্ডসহ স্ক্যান্ডিনেভিয়ান ও বাল্টিক অঞ্চলের বিভিন্ন দেশে মৌসুমী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। এতে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট মেয়াদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসার মাধ্যমে বৈধভাবে কাজের সুযোগ পান।

ফেব্রুয়ারিতে ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস জানায়, এই মৌসুমে যারা কাজ করতে আগ্রহী তাদের এখনই নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ করে একটি চাকরির প্রস্তাব এবং কাজের চুক্তিপত্র সংগ্রহ করতে হবে। আবেদনের সময় ওই চুক্তিপত্র সংযুক্ত করতে হবে।

যারা তিন মাসের কম সময়ের জন্য কাজ করতে চান তাদের নিজ দেশের ফিনিশ দূতাবাস বা কনস্যুলেট থেকে মৌসুমী ভিসার আবেদন করতে হবে। তবে যেসব দেশ ভিসামুক্ত সেখানকার নাগরিকরা চাইলে সরাসরি মৌসুমী কাজের সনদের জন্য আবেদন করতে পারেন।

এই সনদের আবেদন করতে খরচ হবে ২৫০ ইউরো এবং ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ ফি বাবদ ১০০ ইউরো। এ সনদ অনুযায়ী নির্দিষ্ট নিয়োগদাতার অধীনে কাজ করার অনুমতি দেওয়া হয়। নিয়োগদাতা পরিবর্তন করতে চাইলে আলাদা করে নতুন আবেদন করতে হয়।

আবেদনের পর ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়। আবেদনকারীর মাসিক ন্যূনতম আয় হতে হবে ১,৪৩০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮১ হাজার টাকা)। বৈধ পাসপোর্ট এবং উপযুক্ত আবাসনের ব্যবস্থা আবশ্যক। ফিনিশ নিয়ম অনুযায়ী আবাসনের মান স্বাস্থ্য ও নিরাপত্তার শর্ত পূরণ করতে হবে—যেমন গরম পানি, গোসলের ব্যবস্থা এবং উপযুক্ত ঘুমানোর জায়গা।

যারা তিন থেকে নয় মাস মেয়াদে ফিনল্যান্ডে কাজ করতে আগ্রহী, তাদের মৌসুমী কাজের জন্য রেসিডেন্স পারমিটের আবেদন করতে হবে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক আবেদন ফি ৩৮০ ইউরো এবং পরবর্তী মেয়াদ বাড়ানোর জন্য ১৭০ ইউরো খরচ হয়। প্রথম পারমিটের জন্য মোট খরচ ৪৮০ ইউরো এবং রিনিউয়ের জন্য ৪৩০ ইউরো।

ফিনল্যান্ডে প্রবেশের আগেই রেসিডেন্স পারমিটের আবেদন সম্পন্ন করতে হবে। স্বল্পমেয়াদি সনদ থাকলেও নতুন করে আবাসিক পারমিটের আবেদন করতে হবে যদি কেউ কাজ চালিয়ে যেতে চান। তবে এক বছরে সর্বোচ্চ নয় মাস পর্যন্ত এই পারমিট দেওয়া হয়।

এছাড়া যে নিয়োগদাতার নাম আবেদনে থাকবে শুধু তার অধীনেই কাজ করা যাবে। কোনো পরিবর্তন হলে নতুন আবেদন করতে হবে। মৌসুমী কর্মীদের পরিবারের সদস্যরা এই পারমিটে ফিনল্যান্ডে বসবাসের আবেদন করতে পারবেন না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিনল্যান্ডের অর্থনীতি ও কর্মসংস্থান মন্ত্রণালয় মৌসুমী খাতের কিছু আইনি পরিবর্তন কার্যকর করেছে। সরকারের ভাষায় অতীতে বন্য বেরি খাত ঘিরে কিছু সমস্যা দেখা যাওয়ায় এসব পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। লক্ষ্য হলো—শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, শোষণ রোধ এবং তাদের আয় সুরক্ষিত রাখা।

ফিনল্যান্ড সরকার জানিয়েছে, অতীতে শেঙ্গেন ট্যুরিস্ট ভিসায় আসা অনেক শ্রমিক কাজের খারাপ পরিবেশ এবং স্বল্প আয়ের শিকার হয়েছেন। এমনকি মানবপাচার ও শ্রম শোষণের অভিযোগও পাওয়া গেছে। নতুন নিয়মের ফলে এসব ঝুঁকি কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪