যেভাবে আয় করা যাবে ফেসবুকে স্টোরী দিয়ে

Ayas-ali-Advertise
যেভাবে আয় করা যাবে ফেসবুকে স্টোরী দিয়ে
যেভাবে আয় করা যাবে ফেসবুকে স্টোরী দিয়ে।
যেভাবে আয় করা যাবে ফেসবুকে স্টোরী দিয়ে
যেভাবে আয় করা যাবে ফেসবুকে স্টোরী দিয়ে।
Facebook
Twitter
WhatsApp

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটি মনিটাইজেশন ফিচার চালু করেছে ফেসবুক। এবং এই ফিচারের মাধ্যমে এখন থেকে স্টোরি ভিউয়ের মাধ্যমে আয় করা যাবে। এই সুবিধাটি বিশ্বের সব দেশেই ফেসবুকের মনিটাইজেশন সুবিধার আওতায় থাকা ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত থাকবে।

ফেসবুক জানিয়েছে, যারা আগেই মনিটাইজেশন সুবিধা গ্রহণ করেছেন তাদের নতুন করে কিছু করতে হবে না। তাঁরা পুরনো কনটেন্টও আবার স্টোরিতে পোস্ট করে আয় করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি একজন ক্রিয়েটর আগে রেসিপির ভিডিও তৈরি করেন এবং সেটি স্টোরিতে পোস্ট করেন। তবে সেই ভিডিও থেকেও আয় হবে।

ফেসবুকের এক প্রতিনিধি টেকক্রাঞ্চ-কে জানিয়েছেন যে, স্টোরি থেকে আয়ের পরিমাণ কেবল ভিউয়ের ওপর নির্ভর করবে না। বরং কনটেন্টের পারফরম্যান্সের ওপরও ভিত্তি করে আয় নির্ধারিত হবে। এর মাধ্যমে ফেসবুকের লক্ষ্য কনটেন্ট নির্মাতাদের আরও উদ্দীপিত করা এবং প্ল্যাটফর্মে মানসম্মত কনটেন্টের পরিমাণ বৃদ্ধি করা।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এই নতুন পদক্ষেপ মূলত টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হিসেবে দেখা হচ্ছে। গত বছর থেকেই ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডসসহ নানা ধরনের মনিটাইজেশন সুবিধা চালু করেছে। স্টোরি মনিটাইজেশন এই উদ্যোগের সর্বশেষ সংযোজন।

ফেসবুকের তথ্য অনুযায়ী, গত বছর অক্টোবরে ঘোষণা করা হয়েছিল যে রিলস এবং অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুক ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে ফেসবুক চার মিলিয়নেরও বেশি কনটেন্ট ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে।

এই নতুন ফিচারটি ফেসবুককে কনটেন্ট নির্মাতাদের জন্য আরও লাভজনক একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪