সিলেটসহ সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ২২ ও ২৩ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে এ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৩ মার্চ কালবৈশাখী ঝড় তেঁতুলিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে বেরিয়ে যেতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এতে প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে।
এদিকে, উত্তরবঙ্গের আলুচাষিরা ঝড়ের কারণে বড় ধরনের ক্ষতির শঙ্কায় রয়েছেন। হিমাগারে সংরক্ষণের জন্য অপেক্ষমাণ আলুভর্তি ট্রাকগুলো ঝড়ে ভিজে গেলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের বিপুল ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং হিমাগার মালিকরাও এসব আলু সংরক্ষণে অস্বীকৃতি জানাতে পারেন।
এ পরিস্থিতিতে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করে মোস্তফা কামাল পলাশ বলেন, ভাতের পর আলুই দেশের মানুষের প্রধান শর্করার উৎস। তাই উৎপাদিত আলুর সঠিক সময়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকে।
আরও পড়ুন:: রমজানে দাবদাহ ও কালবৈশাখীর শঙ্কা