সিলেটের কানাইঘাটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রশিদ আহমদ (৪৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ ওই গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুদের মধ্যে ঝগড়ার জেরে রশিদ আহমদ ও প্রতিবেশী রাজু আহমদ (২২) ও সাজু আহমদ (১৮)-এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সোমবার ভোররাত ৪টার দিকে রশিদ আহমদ রাজু আহমদদের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রশিদ আহমদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয় কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”
আরও পড়ুন:: ওসমানীনগরে ইলিয়াসপত্নী লুনার গাড়িতে হামলার ঘটনায় আরেক আসামী গ্রেফতার।