সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে আশারকান্দি ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী।
আটকরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের বাসিদুর রহমান (৩৮) ও তার স্ত্রী হামিদা বেগম (৪০)।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হরিপুর এলাকায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে ঘোরাফেরা করতেন বাসিদুর রহমান। স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা নিতেন তিনি। তার কার্যকলাপে সন্দেহ হলে বিষয়টি সেনাবাহিনীকে জানায় এলাকাবাসী। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্ট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনী অভিযুক্তদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:: সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সোনার দোকান ডাকাতি, মালিক নিহত।