রমজান মাসে একাধিক দাবদাহের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও করা হচ্ছে। বিশেষ করে তাপপ্রবাহ শুরু হলে রোজাদারদের জন্য অনেক কষ্টের দিন কাঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময়ে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে পারে, যা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
অন্যদিকে, মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি একদিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
এ ছাড়া, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দৈনিক গড় বাষ্পীভবন তিন থেকে সাড়ে তিন মিলিমিটার হতে পারে, আর সূর্যালোকের গড় স্থায়িত্ব থাকবে প্রায় পৌনে ছয় থেকে পৌনে সাত ঘণ্টা।