চুনারুঘাটে দুই শিশু সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা

Ayas-ali-Advertise
দুই শিশু সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা
চুনারুঘাটে দুই শিশু সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা।
দুই শিশু সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা
চুনারুঘাটে দুই শিশু সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যা।
Facebook
Twitter
WhatsApp

হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের কারণে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ (৩৫) ও তার দুই শিশু কন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ জানায়, আব্দুর রউফ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। পাশাপাশি তিনি আর্থিক সংকটে ছিলেন। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রী সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে গভীর রাতে রউফ তার দুই মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

গুরুতর অবস্থায় আব্দুর রউফকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তিনিও সেখানে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান।

নিহতের ছোট ভাই সোহাগ মিয়া জানান, রাতের বেলা হঠাৎ চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন, তার ভাই ও দুই ভাতিজি অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাফায়াতুল ইসলাম জানান, আব্দুর রউফকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। আর তার দুই শিশুকে মৃত অবস্থায় আনা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪