সুনামগঞ্জের জগন্নাথপুরে দুটি অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং চালকসহ আহত হয়েছেন সাতজন।
বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাম রাকেশ রায় (৭০)। তিনি হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের বাসিন্দা এবং মৃত রায় মোহন রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাকেশ রায় মারা যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
আরোও পড়ুন:: দেশব্যাপি শুরু হচ্ছে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’।