সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত ‘প্রথম হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এবং ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ‘ছনকারীগাঁও (বেতসান্দি) প্রবাসী জুটি (নাঈম-মিজান)’ ৩-০ সেটে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ‘ফরিদপুরের মামু-ভাগ্না জুটি (হাম্বা-রিয়ান)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এর আগে, একমাত্র সেমি-ফাইনালে ‘ফরিদপুরের মামু-ভাগ্না জুটি (হাম্বা-রিয়ান)’ ২-১ সেটে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ‘শ্রীপুরের আমীর হামজা জুটি (তানভির-গৌরব)’কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
ফাইনাল ও সেমি-ফাইনাল ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা নাঈম-মিজান জুটি বাংলাদেশের বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন, তানভির-গৌরব সাবেক চ্যাম্পিয়ন এবং হাম্বা-রিয়ান জুটি ইন্দোনেশিয়া থেকে আগত। ফাইনালে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন নাঈম এবং সেরা দর্শক পুরস্কার পান পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের উকিল পাল। এছাড়া, র্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার একটি টার্চ মোবাইল বিজয়ী হন বিশ্বনাথ উপজেলার দন্ডপানিপুর গ্রামের আরিফ মিয়া এবং দ্বিতীয় পুরস্কার একটি বটম মোবাইল বিজয়ী হন ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের মেম্বার নোমান আহমদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও টুর্ণামেন্টের আয়োজক হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার এবং অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আলী লিটন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো আশরাফুজ্জামান পিপিএম (সেবা), বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রুবেল মিয়া, উপজেলা দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, এবং যুক্তরাজ্য প্রবাসী ও ‘১ম তৈয়বুুর রহমান হুমায়ুন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট’র আয়োজক তৈয়বুর রহমান হুমায়ুন, মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল ও সেমি-ফাইনাল খেলায় অতিথি হিসেবে বিভন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ‘২য় রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন ।