আজ সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম

Ayas-ali-Advertise
আজ সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম
আজ সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম।
আজ সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম
আজ সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’-এর কার্যক্রম।
Facebook
Twitter
WhatsApp

আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। তিনি জানান, আজ সন্ধ্যা থেকেই দেশের সকল বাহিনীর সমন্বয়ে একটি ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ কার্যক্রম শুরু করবে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি।

এই কমান্ড সেন্টারের কার্যক্রম শুরুর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত উন্নতি আশা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব।

খাদ্য শস্যের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্য শস্যের দাম কমছে এবং এই পরিবর্তন বাংলাদেশেও অনুভূত হবে।

তিনি আরও জানান, গত ৫ মাসে দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠেছে এবং এতে ১০ শতাংশ উন্নতি হয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমবে এবং রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পাবে না।

শফিকুল আলম জানান, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা সমাধান হয়েছে এবং কোরিয়ান কর্তৃপক্ষ জমির কাগজপত্র পেয়েছে। এর ফলে বাংলাদেশে কোরীয় বিনিয়োগের পরিমাণ বাড়বে। তিনি আরও জানান, পূর্বে কিছু সমস্যার কারণে কোরিয়ান ইপিজেডের জমি দখলের চেষ্টা হয়েছিল। যার কারণে তাদের বিনিয়োগ ভিয়েতনামে চলে যায়। তবে বর্তমানে সব সংকট মিটে গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪