সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সম্প্রতি এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা।
অভিযোগে বলা হয়, বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড, বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস রোড সংলগ্ন তিন রাস্তার মুখ মহরমপুর বৈদ্যকাপন থেকে ভোগশাইল রোডের সংযোগস্থলে রাতের আঁধারে গেট নির্মাণের কাজ শুরু হয়। ইতোমধ্যে ৮ ফুট উচ্চতার দুটি পিলার স্থাপন করা হয়েছে।
এলাকাবাসীর পক্ষে মহরমপুর গ্রামের মো. সাজ্জাদ আলী কর্তৃক দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল আহাদ, মৃত আরশ আলীর পুত্র আব্দুল আহাদ ও আব্দুল করিম, হারুন খানের পুত্র আজমান খানসহ আরও কয়েকজন ব্যক্তি এ গেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
অভিযোগে আরো বলা হয়, এর আগে সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ নিয়ে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছে তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেট নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা।
এর পর গত ২৩ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক দুটি অভিযোগ দাখিল করেন এলাকাবাসী । তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয় অভিযুক্ত আব্দুল আহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা অবৈধভাবে নয়, প্রশাসনকে অবগত করেই গেট নির্মাণ করছি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে অভিযোগ করার যৌক্তিক কারণ নেই।”
স্থানীয়রা আশঙ্কা করছেন, গেটটি নির্মিত হলে এটি ধসে পড়ে পথচারী ও স্কুলগামী শিশুদের জন্য মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। পাশাপাশি এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও আশঙ্কা করছেন তারা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আরোও পড়ুন:: বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু মুনতাহা ।