বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু মুনতাহা

Ayas-ali-Advertise
পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু মুনতাহা
পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু মুনতাহা।
পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু মুনতাহা
পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু মুনতাহা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুনতাহা বেগম নামে প্রায় ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের আশিক আলী ও সুমী বেগম দম্পতির কন্যা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল কোনো এক সময়ে পার্শ্ববর্তী বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পিত্রালয়ের পার্শ্ববর্তী মৃত হাজী ফয়জুর রহমানের পুকুরে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে প্রতিবেশীরা পরিবারের সদস্যদের খবর দেন। এর আগে, মায়ের সঙ্গে পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছিল মুনতাহা। মা পুকুরে কাজ শেষে বাড়ি ফিরে এলেও মুনতাহা তখন সেখানেই সমবয়সীদের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায় এবং ডুবে যায়।

এ বিষয় বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪