জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। দল ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে পারেন। এছাড়া আগামী জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
নতুন দলটি প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে। যেখানে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। বর্তমানে দলের গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে রেখে তাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠিত হলে তা গ্রহণযোগ্য হবে না।
এই প্রসঙ্গে নাহিদ ইসলাম গণমাধ্যমে জানান, তিনি যদি নতুন রাজনৈতিক দলে যোগ দেন। তবে সরকার থেকে পদত্যাগ করবেন। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
জাতীয় নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, নাহিদ ইসলাম আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছিলেন। ছাত্র-জনতার মধ্যে তার জনপ্রিয়তাও রয়েছে।
সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে সদস্যদের বেশিরভাগই মত দিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের মধ্যে যাদের জনপ্রিয়তা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্বে আসা উচিত।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, “জনগণের প্রত্যাশা, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা সরকার থেকে সরে এসে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ অধীর আগ্রহে নেতৃত্বের দিকেই তাকিয়ে আছে। ছাত্রসমাজ জনগণের আশা পূরণে ভূমিকা রাখবে।”
তবে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারা পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, “সরকারে থাকা ব্যক্তিরা সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। দলে যোগ দিতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে।”
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণার পরিকল্পনা রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। নতুন দলের ইশতেহার চূড়ান্ত করতে ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে।
আরোও পড়ুন:: মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আন্দোলন, যে আশ্বাসে বাড়ি ফিরলেন তারা ।