যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ফেরত ১

Ayas-ali-Advertise
যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ফেরত ১
যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ফেরত ১
যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ফেরত ১
যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ফেরত ১
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অভিযান অব্যাহত রয়েছে। এবার স্টুডেন্ট ভিসায় আসা শিক্ষার্থীরাও নজরদারিতে পড়েছেন। স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তিন বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, পিএইচডি কোর্স করতে ঢাকা থেকে আসা নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে এক বাংলাদেশি শিক্ষার্থীকে। ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় তার ভিসা বাতিল করে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়।

এই তথ্য ২৭ জানুয়ারি জানিয়েছেন আমেরিকান বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি জানান, ইমিগ্রেশন বিভাগ এখন স্টুডেন্ট ভিসাধারীদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্টদের সেলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে ভিন্ন জায়গায় কাজ করছিলেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা অনেক শিক্ষার্থী রেস্টুরেন্ট, সুপার মার্কেট, ট্র্যাভেল এজেন্সি কিংবা ক্লিনিকে রিসিপশনিস্ট হিসেবে কাজ করছেন। কেউ কেউ অনলাইনে ক্লাস করে পুরো সময় কর্মস্থলে ব্যয় করছেন।

নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় জোরদার করা হয়েছে। নিউজার্সি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান ও আরিজোনায় অভিবাসীদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এদিকে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার টেক্সাস থেকে ৮৪ জনসহ সারা দেশ থেকে ১ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের কারণে বাংলাদেশিসহ অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জ্যামাইকা, ওজোন পার্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রেস্টুরেন্ট, সুপার মার্কেট ও গ্রোসারি স্টোরে ক্রেতা-বিক্রেতা উভয়ের সংখ্যা হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সংখ্যা ইতোমধ্যে ২০ লাখ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপের কারণে অভিবাসী কমিউনিটিতে উদ্বেগ বাড়ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪