সাংবাদিক ফিরুজ আলীকে খুন-গুমের হুমকি, থানায় জিডি

Ayas-ali-Advertise
সাংবাদিক ফিরুজ আলীকে খুন-গুমের হুমকি
সাংবাদিক ফিরুজ আলী ।
সাংবাদিক ফিরুজ আলীকে খুন-গুমের হুমকি
সাংবাদিক ফিরুজ আলী ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক এএইচএম ফিরুজ আলী সম্প্রতি একটি সন্ত্রাসী চক্রের কাছ থেকে মোবাইল ফোনে খুন-গুমের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি বিশ্বনাথের ডাক টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাকের নিয়মিত লেখক। এ ঘটনায় তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির নম্বর ১০৭০ (তারিখ: ২০ জানুয়ারি ২০২৫)।

জিডি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশি-বিদেশি একাধিক ফোন নম্বর থেকে মোবাইল ফোনে তাকে বাসায় পুড়িয়ে দেওয়া, রাস্তায় খুন বা গুম করার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এমনকি, বিদেশে থাকা তার ছেলে-মেয়েকে অপহরণ ও হত্যা করারও হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিক ফিরুজ আলী তার আত্মীয়-স্বজন ও পরিচিতদের বিষয়টি অবহিত করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে থানায় জিডি দায়ের করেছেন বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪