সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ড (বিশ্বনাথ)’র সাবেক সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের পিতা আব্দুর রহমান (৯৫) সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, চার কন্যা, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার ইমামতি করেন মাওলানা শিব্বির আহমদ।
জানাযায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, দিলোয়ার হোসেন দিলু, সিরাজুল ইসলাম, সাংবাদিক মুহিবুর রহমান, সিঙ্গেরকাছ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াসে, পাঠাকইন মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা লুৎফুর রহমান, লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বশর মোহাম্মদ ফারুক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুন নূর, সিরাজ উদ্দিন, সমাজসেবক আব্দুল বাতির, জুনেদ আহমদ, এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরোও পড়ুন:: বিশ্বনাথে প্রবাসীদের সেবা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক বৈঠক।