বুকে ব্যথা নিয়ে সিসিইউ পর্যবেক্ষণে লুৎফুজ্জামান বাবর

Ayas-ali-Advertise
বুকে ব্যথা নিয়ে সিসিইউ পর্যবেক্ষণে লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুকে ব্যথা নিয়ে সিসিইউ পর্যবেক্ষণে লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
Facebook
Twitter
WhatsApp

বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

তার সহকারী মির্জা হায়দার আলী সোমবার (২০ জানুয়ারি) বলেন, চিকিৎসকরা বাবরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তার শরীরের নানা পরীক্ষা চলছে। সকালে তার ইকো করা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বাবরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারেন।

বর্তমানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গতকাল সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১৬ জানুয়ারি সব মামলায় খালাস পেয়ে দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪