উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকা ত্যাগ করবেন তিনি। যুক্তরাজ্যে পৌঁছে তিনি লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে ভর্তি হবেন বলে জানা গেছে।
বিএনপির চেয়ারপারসনের বিদায় উপলক্ষে গুলশানের বাসভবন “ফিরোজা”-এর সামনে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ফিরোজার সামনের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা করা হয়েছে বৃদ্ধি। একই সময়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, রাত ৮টায় “ফিরোজা” থেকে খালেদা জিয়ার গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। গাড়িবহরটি গুলশান-২ গোলচত্বর ও কাকলী মোড় হয়ে বিমানবন্দরে পৌঁছাবে।
সূত্র জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান “রয়েল এয়ার অ্যাম্বুলেন্স”টি সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছে। এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্যরা, বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ও ব্যক্তিগত কর্মকর্তাসহ ১৫ জনেরও বেশি সফরসঙ্গী থাকবেন।
বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দুপুর ৩টার দিকে “ফিরোজা”-এ প্রবেশ করেন। চেয়ারপারসনের চিকিৎসা-সংক্রান্ত প্রস্তুতির সকল তদারকি করছেন তিনি ।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সড়কে নেতাকর্মীদের উপস্থিতি এবং নিরাপত্তার কারণে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন।
এদিকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা এবং তার যাত্রা নিরাপদে সম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা করছেন তারা। বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।