সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম. আসকির আলী বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। খেলাধুলা যেমন শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি এটি সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করতেও সহায়ক।
তিনি আরোও বলেন, আগামীতে সুযোগ পেলে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে নিখোঁজ থাকা গণমানুষের নেতা এম. ইলিয়াস আলীর পরিকল্পনাগুলো বাস্তবায়নে সিলেট-২ আসনসহ পুরো অঞ্চলের খেলাধুলার উন্নয়নে কাজ করব। সত্য প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠা ছাড়া দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না।
রবিবার (১২ জানুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্টে নাইক (মামুন-সুজন) জুটি ২-০ সেটে ভাই-ব্রাদার্স-১ (মুকিদ-আলম) জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন নাইক জুটির সুজন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাই-ব্রাদার্স-১ জুটির মুকিদ। এছাড়া টুর্ণামেন্টের একমাত্র সেমি-ফাইনালে নাইক (মামুন-সুজন) জুটির কাছে ২-০ সেটে পরাজিত হয়ে টুর্ণামেন্টের তৃতীয় স্থান অধিকার করে ভাই-ব্রাদার্স-২ (শিপন-জাবেদ) জুটি।
বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফখর উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও কমিটির নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথের খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের ট্রফি উন্মোচন