জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

Ayas-ali-Advertise
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
Facebook
Twitter
WhatsApp

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকার একসঙ্গে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেন স্থানীয় সরকার কাঠামো সঠিকভাবে কাজ করতে পারে এবং জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছায়।”

বৈঠকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, “আমরা বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করি এবং এর সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত।”

প্রেস উইং জানায়, বৈঠকে ড. ইউনূস দুর্নীতি মোকাবিলা, জ্বালানি খাতে রূপান্তর এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বনসহ নদী ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান। তিনি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্যও তাদের সহযোগিতা চান।

ড. ইউনূস বলেন, “পূর্বাঞ্চলের উন্নয়ন শুধু বাংলাদেশেরই নয়, বরং এটি পূর্ব ভারত এবং মিয়ানমারের জন্যও গুরুত্বপূর্ণ হবে।”

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪