রাজনৈতিক দলগুলো অধিক সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, “অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে, যা দেশের মানুষের মধ্যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি করতে পেরেছে। আমরা দুটি সময়সীমা নির্ধারণ করেছি। যদি রাজনৈতিক দলগুলো অধিক সংস্কার না চায়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা হবে। তবে যদি দলগুলো মনে করে অন্তর্বর্তী সরকারকে আরও সংস্কারমুখী পদক্ষেপ নিতে হবে, সেক্ষেত্রে ছয় মাস অতিরিক্ত সময় নেওয়া হতে পারে।”
তিনি আরও জানান, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয়টি কমিশন তাদের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে জমা দেবে। এরপর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেস সচিব লুটপাট, দুর্নীতি এবং গণহত্যায় জড়িতদের রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে বলেন, “মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার কোনো ভাবনা-চিন্তা করছে না।”
অর্থনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “বর্তমান অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। রিজার্ভের পরিমাণ এখন ২২ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এই অর্থনৈতিক অগ্রগতি আমাদের স্থিতিশীলতার প্রমাণ।”
তিনি আশা প্রকাশ করেন, সবার সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আরোও পড়ুন:: বিশ্বনাথের ফায়ার ফাইটার ঢাকায় নিহত, জানাজায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।