আবারও গ্রেপ্তার হলেন বিশ্বনাথের ইউপি চেয়ারম্যান মতছিন

Ayas-ali-Advertise
আবারও গ্রেপ্তার হলেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান মতছিন
দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিন।
আবারও গ্রেপ্তার হলেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান মতছিন
দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিন (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে গুদামঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, “ফখরুল ইসলাম মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকে পলাতক ছিলেন তিনি। আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুদামঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, ফখরুলের বিরুদ্ধে থাকা একটি মামলায় তিন মাসের কারাদণ্ড ও সাত লাখ টাকা অর্থদণ্ড রয়েছে।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসদর এলাকা থেকে র‌্যাব-৯ এর অভিযানে দেওকলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মতছিনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে ছাড়া পান তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪