বিগত ৫ বছর ধরে ৭০ জন অসচ্ছল নারী-পুরুষদের ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ থেকে নিয়মিত মাসিক ভাতা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম। তিনি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামের বাসিন্দা। ওই এলাকার ১নাম্বার ওয়ার্ডের ৭০জন অসচ্ছল নারী-পুরুষদের প্রতি মাসে ৩০০ টাকা হারে এ ভাতা প্রদান করছেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের হাতে মাসিক ভাতার ৯০০ টাকা ও ভাড়াসহ ১ হাজার টাকা এবং খাবার প্যাকেট তুলে দেওয়া হয়।
নিজের প্রয়াত পিতা হাজী মরতুজ আলী, মাতা মোছা. আমিরুন বিবি ও বড়ভাই হাজী আব্দুর রহিম স্মরণে এমন উদ্যোগ গ্রহণ করেছেন প্রবাসী আব্দুল কালাম।
গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের সভাপতিত্বে কল্যাণ ফান্ডের অন্যতম সদস্য, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় শুক্রবারের ভাতা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বাবরুল হোসেন বাবুল, যুক্তরাষ্ট্র প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মনির আহমদ, সাবেক ছাত্রদল নেতা, প্রবাসী আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, কল্যাণ ফান্ডের উপদেষ্টা সমছু মিয়া লালা।
আরও বক্তব্য রাখেন ফান্ডের বর্তমান সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক রাজুক মিয়া রাজ্জাক।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ‘জান্নাত সমাজকল্যাণ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ।