অসহায়, দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে “গহরপুর এসিসোয়েশন ইন ফ্রান্স” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ফ্রান্সে অবস্থানরত বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এ সংগঠনের আত্মপ্রকাশ করেন।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৭টায় প্যারিসের প্রাণকেন্দ্র গাখদো নখদে ফুলকলি রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত দেওয়ান বাজার ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এক সাধারণ সভায় মিলিত হন। কমিউনিটি নেতা ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বদেশে অসহায়, দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা মূলক সংগঠন “গহরপুর এসিসোয়েশন ইন ফ্রান্স” এর কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি ফয়জুর রহমান, সহ-সভাপতি সুয়েব আহমদ তালুকদার, আজিজুর রহমান, সোহেল আহমদ, আব্দুল মোহাইমিন কোকন, নাসির আলী, আব্দুল কাইয়ুম, কয়েস আহমেদ, আজমল হোসেইন রনি এবং সুমন মিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান অয়েছ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলবুল, মাওলানা ফয়েজ আহমদ, আব্দুল জলিল, তোফায়েল আহমদ এবং উমর আলী রাজু, কোষাধ্যক্ষ মাওলানা সাহেদ আহমদ নাফে, সহ-কোষাধ্যক্ষ সৈয়দ মামুন নূর, সহিদুল ইসলাম এবং খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলজার খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, লায়েক আহমদ এবং মিলন চন্দ্র, প্রচার, প্রকাশনা ও সাইবার সম্পাদক ফয়েজ মল্লিক, সহ-প্রচার, প্রকাশনা ও সাইবার সম্পাদক শাহ নূরুল জাহিদ আলী আমজাদ, দফতর সম্পাদক রোহান চৌধুরী উদয়, সহ-দফতর সম্পাদক খন্দকার মাসুদ আহমদ এবং খন্দকার ইশতিয়াক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক খালেদ আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ এবং বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শরিফ আহসান এবং অনিল চন্দ্র, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, আজহার আহমদ, জুনেদ আহমেদ, সেজান আহছান এবং কামাল আহমেদ।
সদস্যবৃন্দ হলেন: আব্দুল আহাদ, বদরুল পারভেজ, মুক্তাদির লায়েক, দেলওয়ার শাহিন, রুমেল আহমেদ, মোঃ বায়েজিদ, সিদ্দিকুর রহমান সাজু, জুবায়ের আহমেদ, রকিব আহমেদ, শামীম মিয়া এবং নোমান আহমেদ।
উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ হলেন- প্রধান উপদেষ্টা জনাব ফখর উদ্দিন সাহেব, উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দীন, মোহাম্মদ ছানাওর আলী, মোশাহিদ আলী, ইছহাক আলী, তফজ্জল আলী, শাহ নুরুজ্জামান, সোহেল আহমদ, ছালেক মিয়া, শ্রী তরনী চন্দ্র, ছালিক মিয়া এবং ফয়েজ আহমদ।