Search
Close this search box.

নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র লন্ডন শাখার প্রতিবাদ সভা

নিরাপদ বাংলাদেশ চাই ইউকে
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র লন্ডন শাখার সভা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: লন্ডনের বেথনাল গ্রিনে কফি কর্নার হল রুমে সোমবার বিকেলে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র লন্ডন মহানগর শাখার উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল এমপি-মন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

সংগঠনের ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে, সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল ও লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র কেন্দ্রীয় উপদেষ্টা শামিমুল হক।

মানবাধিকার কর্মী রাহিদ আলী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, কেন্দ্রীয় সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মিনহাজ উদ্দীন খান, সহ প্রচার সম্পাদক মাহফুজুর রহমান খান, জামায়ত নেতা বিলাল আহমদ, বিএনপি নেতা মামুনুর রশিদ, আব্দুল বাছিত সোহাগ, সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট পাব্লিসিটি সেক্রেটারি তামজিদুর রহমান মুরাদ, মনসুর রহমান রাজু, জামাল উদ্দিন আহমেদ, মোঃ অলিউর রহমান, মোঃ আলম আহমদ, কামাল আহমদ এবং ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবির।

আরও পড়ুন :: যুক্তরাজ্যে বিশ্বনাথের সাবেক জামায়াত-শিবির নেতাদের প্রীতি সভা

সভায় উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু, সহ-প্রচার সম্পাদক মোঃ ছাবিদ মিয়া, আফজাল হুসাইন, সাইফুল ইসলাম, আব্দুল আলী, জামাল উদ্দিন আহমেদ, ফাতিন হাসনাত, মো আলম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজল আহমেদ, মোঃ সুহাদ মিয়া কামালী, নিজামুদ্দীন, মোঃ আবদুল মুহিত, মোঃ জাহেদুল ইসলাম, মারজানুর রহমান রিপন, আলি হাসান, সংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল কাদের জিলানী এবং ফারিয়া আখতার সুমি।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা দুর্নীতি করে অবৈধ সম্পত্তির পাহাড় গড়েছেন। তাদের সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং গণহত্যার অভিযোগে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যা দেখে ভবিষ্যতে যাতে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার কিনবা কোন এমপি-মন্ত্রী দুর্নীতি করার সাহস না পায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত