সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে হাজী ইন্তাজ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সম্প্রতি এ উদ্যোগের আওতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিরাশ আলী, ফরিদ আলী, মকলিস আলী, রোজাব আলী এবং সুলতানা বেগম তাদের পিতা মরহুম হাজী ইন্তাজ আলীর স্মৃতিকে সম্মান জানিয়ে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। তাদের পরামর্শক্রমে পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী এবং নাতি-নাতনিদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মরহুম হাজী ইন্তাজ আলীর আত্মীয়, আনছার আলী, সুন্দর আলী, বশির আলী, তেরাব আলী, কামাল উদ্দিন, জামাল উদ্দিন ও হোসাইন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, হাজী ইন্তাজ আলী ফাউন্ডেশন এলাকার গরীব ও অসহায় মানুষের সাহায্যার্থে নিয়মিত কাজ করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মেয়েদের বিয়েতে সহযোগিতা, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও সামাজিক সংগঠনে অনুদান প্রদান করে থাকে।