টানা ৮ বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র ভিত্তিতে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে বাছাইয়ের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার ঘোষণা আসার পর থেকেই ভর্তিচ্ছু কয়েক লাখ শিক্ষার্থীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। অনেকেই জানতে চান কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। একইসঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকেরাও বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সব নিয়মকানুন ও বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম জানিয়েছেন, ‘গত সপ্তাহে আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিগত সময়ে যেভাবে পরীক্ষা নেওয়া হতো। তার থেকে কিছুটা ভিন্ন পদ্ধতিতে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার পদ্ধতি, অন্তর্ভুক্ত বিষয়গুলো এবং প্রতিটি বিষয়ের নম্বর বিভাজন স্পষ্টভাবে উল্লেখ থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেমন নতুনভাবে প্রস্তুতি নিতে আগ্রহী। তেমনি অনেকে পরীক্ষা পদ্ধতিতে ফিরতে পেরে আশার আলো দেখছেন।