সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার রানীগঞ্জ বাজার ফেরী ঘাট এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুশিয়ারা নদীর পাড়ে এ অভিযান পরিচালিত হয়।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাগময়না গ্রামের স্থানীয় প্রভাবশালী কয়েছ মিয়া ও তার সহযোগীরা কুশিয়ারা নদীর তীরবর্তী সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করেন। এ ঘটনায় রোববার (১৫ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধের নেতৃত্বে একদল ভূমি কর্মকর্তা এসে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। তবে, সরকারি আদেশ অমান্য করে দখলদাররা নির্মাণ কাজ অব্যাহত রাখে।
স্থানীয়দের কাছে জানা গেছে, শুক্রবার সকালে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কুশিয়ারা নদী থেকে ভেসে আসা চরে অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করেন। স্থানীয় বাজার ব্যবসায়ীরা তাদের কাজ বন্ধ করতে বললে, দখলদাররা ক্ষিপ্ত হয়ে উঠেন। বহুবার স্থানীয় প্রশাসন তাদের নির্মাণ কাজ বন্ধ করতে বললেও তারা কাজ চালিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে গিয়ে, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, “আজ আমরা অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।”