বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া। সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম।
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, জামায়াতে ইসলামীর নেতা ডা. নাসির উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, প্রবাসী মনির মিয়া, যুবদল নেতা মিজানুর রহমান মির্জা প্রমুখ।
এদিকে গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বালাগঞ্জের মাদ্রাসাবাজার এবং মোরারবাজারে ওপেন হাউজ ডে উপলক্ষে পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া।