Search
Close this search box.

বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম চালকের

বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম চালকের 2
বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম চালকের ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় জলাল উদ্দিন (৫০) নামের এক টমটম চালক প্রাণ হারিয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের খরাগঞ্জ এলাকায় মিনার মিয়ার অটোমিলের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জলাল উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্রাক্ষণডুরা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে পীরের বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরের বাজারের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোচালক জলাল উদ্দিন। এ সময় একটি বেপরোয়া যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে জলাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় অটোচালকরা ক্ষুব্ধ হয়ে পীরের বাজারে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা চেষ্টা চালায়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্ম্পকিত খবর:: গুম ইলিয়াস আলীকে নিয়ে প্রকাশ হল নতুন তথ্য, ফেরার অপেক্ষায় পরিবার

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বলেন, ‘ঘাতক বাস এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জলাল মিয়া নামের একজন অটোচালক মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত