সিলেটের বিশ্বনাথ পৌর শহরের আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) পুরান বাজারে ফয়জুর রহমান মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. আব্দুর রহিম দুয়ারী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম শুরু করেন।
ব্যাংকের এসএভিপি ও লালদিঘীর শাখার ব্যবস্থাপক ফারুক মিয়ার সভাপতিত্বে এবং বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মো. আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. আব্দুর রহিম দুয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ এবং রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী।
সর্ম্পকিত খবর:: ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে বিশ্বনাথে সভা ও আহতদের সম্মাননা প্রদান
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী নজরুল ইসলাম, ইকবাল উদ্দিন, ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলিম উদ্দিন।