ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে বিশ্বনাথে সভা ও আহতদের সম্মাননা প্রদান

Ayas-ali-Advertise
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে
আহতদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে
আহতদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
Facebook
Twitter
WhatsApp

জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এক স্মরণ সভার আয়োজন করেছে। রবিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভাটি ছিল আবেগঘন ও শোকাবহ একটি মুহূর্ত

অনুষ্ঠানের শুরুতে আহত ১৬ জনের পরিবারসহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক নাঈম শেহজাদ, মো. আবু সাঈদ এবং নুরুল ইসলাম। আহতদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর গ্রামের আমজাদ আলী, লামাকাজীর ফয়ছল আহমদ এবং মোহাম্মদপুর গ্রামের রাহিদ আহমদ।

সভা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ।

সর্ম্পকিত খবর: বিশ্বনাথে বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর এএইচএম আকতার ফারুক, সেক্রেটারি জাহেদুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪