সিলেটের বিশ্বনাথ পুরান বাজারের বায়তুল আমান জামে মসজিদের ২০২৫-২৭ সেশনের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল আমান জামে মসজিদে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা সদস্যরা হলেনশুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল আমান জামে মসজিদে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী উলফত আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ছয়ফুল হক, ব্যবসায়ী সাতির আলী, আরশ আলী রেজা, সমাজসেবী মির্জা রুস্তুম বেগ এবং ফিরোজ খান।
সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সভাপতি, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী কালামকে সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী হাজী মো. মাসুক মিয়াকে কোষাধ্যক্ষ করে ১৮ সদস্যবিশিষ্ট বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।
সর্ম্পকিত খবর: টাকার অভাবে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হবে না: মোহাম্মদ মিছবাহ
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি ব্যবসায়ী আব্দুর রুপ, সদস্য ব্যবসায়ী সিরাজ মিয়া, আব্দুল মুকিত, হেলাল মিয়া মেম্বার, নুরুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান, তারেক আহমদ খজির, মো. বাবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান খান রাজু, ব্যবসায়ী শফিউল ইসলাম মামুন, কাওছার আহমদ বাপ্পী, জুবায়ের আহমদ, মো. শানুর আলী, সাইদুল ইসলাম, নাজিম উদ্দিন।