Search
Close this search box.

টাকার অভাবে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হবে না: মোহাম্মদ মিছবাহ

মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হবে না
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধনা
মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হবে না
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধনা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি, শিক্ষানুরাগী এবং সমাজসেবী মোহাম্মদ মিছবাহ উদ্দিন বলেছেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার শিক্ষার অগ্রগতিতে দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করে আসছে ট্রাস্ট। ট্রাস্টের সহায়তায় অনেক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী উপকৃত হয়েছেন। তাদের অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করে বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। তিনি আরও বলেন, বিশ্বনাথের কোনো অসচ্ছল বা মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হবে না। সবসময় তাদের পাশে থাকবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে।

তিনি বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা এবং শাহপিন উচ্চ বিদ্যালয়ের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেষ্টা কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম এবং জিল্লুর রহমান।

ভোগশাইলস্থ শাহপিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও সমাজসেবী আব্দুল মছব্বির। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন, শিক্ষানুরাগী সুলতান মো. ফারুক, যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান পলাশ এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু।

সর্ম্পকিত খবর: বিশ্বনাথে বিতর্কিত সেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সন্দ্বীপে বদলী

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আলা মিয়া, আরণ মিয়া, রিয়ান আলী, নাজিম উদ্দিন, শিক্ষক জালাল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ফাতেমা বেগম, হাবিবুল্লাহ মিসবাহ, দেবব্রত দাশ গুপ্ত, মো. আনসার আলী, মেহেদী হাসান, ফিরোজা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা।

অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মনিশা বেগম, সুমাইয়া বেগম এবং তানভীর আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪