দেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় গায়ক আগুন। অসাধারণ ও ভরাট কণ্ঠ গানের মাধ্যমে অগণিত শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার গাওয়া বহু গান, বিশেষত চলচ্চিত্রের প্লে-ব্যাক গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফিরছে। তার গানগুলোর মধ্যে অন্যতম, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির ‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘জীবন সংসার’ ছবির ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থাকে’, এবং ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’, যা আজও শ্রোতাদের কাছে প্রিয় হয়ে রয়েছে।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খান আতা ও সংগীতশিল্পী নিলুফার ইয়াসমিনের পুত্র আগুন এখন আর নিয়মিত করেন না গান । তবে তিনি গানেই আছেন, মাঝে মাঝে তিনি আসেন খবরে। কিছুদিন অভিনয়েও নিয়মিত ছিলেন, তবে বর্তমানে সেখানে তার উপস্থিতি কম।
এখন তার ভক্তদের জন্য সুখবর, দীর্ঘ ১৫ বছর পর উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন। তিনি বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। ১৫ বছর আগে এই অনুষ্ঠানটি তিন বছর উপস্থাপনা করার পর একটি নির্দিষ্ট কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় প্রচার।
আবারও সেই অনুষ্ঠান নিয়ে বিটিভিতে ফিরে আসছেন আগুন। আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে। আগুন জানিয়েছেন, ইতিমধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ।
আগুন ‘আগুন ঝরা সন্ধ্যা’ ফিরে পেয়ে আনন্দিত। তিনি বলেন, “শিল্পীদের কাজ যেন কখনো বাঁধা না আসে, সেটি নিশ্চিত করা জরুরি। কেউ যেন কোনো কারণে ব্ল্যাকলিস্টেড না হন এবং সবাই যেন মন দিয়ে কাজ করতে পারেন। শিল্পীরা একটি পরিবারের মতো, এখানে কোনো বিভাজন হতে পারে না।”
সর্ম্পকিত খবর: ঢাকায় ফিরছেন “ব্ল্যাক ডায়মন্ড” খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন
তিনি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাকে আবারও ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।”
এদিকে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সর্বশেষ ‘লিলি বিউটি সোপ’-এর বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে প্রশংসা পাচ্ছেন আগুন।