Search
Close this search box.

ঢাকায় ফিরছেন “ব্ল্যাক ডায়মন্ড” খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন

ঢাকা ফিরছেন 'ব্ল্যাক ডায়মন্ড' খ্যাত তারকা বেবী নাজনীন
জন জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন । ফাইল ছবি
Facebook
Twitter
WhatsApp

নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরছেন “ব্ল্যাক ডায়মন্ড” খ্যাত সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন। আগামী ১০ নভেম্বর রোববার সকাল ১০টায় তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ে সংগীত জীবন ক্ষতিগ্রস্ত হয় বেবী নাজনীনের। বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং মঞ্চে পেশাগত কাজে অনেক সময় বাধার সম্মুখীন হন তিনি। একপর্যায়ে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমাতে বাধ্য হন। তবে প্রবাসে থেকে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান আন্তর্জাতিক মঞ্চে এবং সেখানে তার পেশাগত জীবনে ছিল না কোনো বাধা।

চার দশকের বেশি সময় ধরে আধুনিক গানে অবদান রাখা বেবী নাজনীন অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অ্যালবামে গেয়েছেন গান। প্রকাশিত হয়েছে ভারতের খ্যাতনামা সংগীতশিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ি, কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে তার একাধিক অ্যালবাম।

আরও পড়ুন: নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই জনপ্রিয় শিল্পী চলচ্চিত্র ও অডিও মাধ্যমে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। “মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে”, “আমার একটা মানুষ আছে”, “ওই রংধনু থেকে”, “পত্রমিতা”, “কাল সারারাত ছিল স্বপ্নেরও রাত” সহ অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তিনি।

দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরলেও দেশের প্রতি তার ভালোবাসা বরাবরের মতোই অটুট ছিল। এবার তার এই প্রত্যাবর্তন দেশীয় শ্রোতাদের কাছে বিশেষ আনন্দের বিষয় হয়ে উঠেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত