সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে পরিচালিত ফ্রি কোচিং সেন্টার পরিদর্শন করেন ট্রাস্টের সিনিয়র সহসভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
শুক্রবার (১লা নভেম্বর) সকালে আল-হেরা সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এ ফ্রি কোচিং সেন্টারে পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
আল-হেরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ফ্রি কোচিং সেন্টারের পরিদর্শন ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহসভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
আল-হেরা সমাজ কল্যাণ সংস্থার সহসাধারণ সম্পাদক আলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। স্বাগত বক্তব্য রাখেন আল-হেরা সমাজ কল্যাণ সংস্থার সদস্য সিদ্দিকুর রহমান জুয়েল।
আরও পড়ুন: বিশ্বনাথে সৎপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষানুরাগী মিছবাহ উদ্দিন সংবর্ধিত
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর মিয়া, আমতৈল গ্রামের মুরব্বী দিলোয়ার হোসেন, প্রবাসী সাইদুর রহমান পলাশসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গ। আলোচনা শেষে, মোহাম্মদ মিছবাহ উদ্দিনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে মিছবাহ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে, কোচিং সেন্টারের মাসিক পরীক্ষায় উত্তীর্ণ ৪র্থ ও ৫ম শ্রেণীর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।