অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার কারণে সিলেটের বিশ্বনাথে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় বিভিন্ন মুদি দোকান, শাক-সবজির দোকান, ডিম ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
আরও পড়ুন: বিশ্বনাথে সৎপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষানুরাগী মিছবাহ উদ্দিন সংবর্ধিত
অভিযানে ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বেশি রাখা এবং মূল্য তালিকা না থাকার কারণে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হা’জা’র ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মেম্বার নূর উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী।