Search
Close this search box.

গণহত্যা মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিলেন ট্রাইব্যুনাল

হাসিনাকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিলেন ট্রাইব্যুনাল
আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Facebook
Twitter
WhatsApp

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: ৭ই মার্চসহ ৮টি জাতীয় দিবস বাতিলের প্রজ্ঞাপন জারি

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত