বিশ্বনাথে অলংকারি ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় টেংরা শাহী ঈদগাহ মাঠে অলংকারি ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শাহিন উদ্দিনের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ব্যাংকার আল জাহান ও বায়তুল মাল সম্পাদক মাহমুদ খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, “বিশ্বনবী হজরত মুহাম্মদ সা. এর আদর্শ অনুসরণ না করার কারণে দেশে ব্যাংক লুট, টাকা পাচার এবং বিদেশে বেগমপাড়া সৃষ্টি হয়েছে। আমরা হজরত মুহাম্মদ সা. আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই।”
তিনি আরও বলেন, “জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি এবং দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আমাদের রক্ত দিয়ে এ স্বাধীনতাকে রক্ষা করবো ইনশাআল্লাহ।”
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জালালাবাদী। তিনি তাঁর বক্তব্যে বলেন,জীবন ও জীবনের সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালো বাসতে হবে বিশ্বনবী হজরত সা. কে। আর জীবনের সকল ক্ষেত্রেই অনুসরণ করতে হবে তাঁর সুন্নাহকে । এটাই হচ্ছে বিশ্বনবী সা. কে ভালবাসার আসল নমুনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, অলংকারি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মুকছিত আক্তার, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহেদুর রহমান, বিশ্বনাথ উপজেলা যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদী, বিশ্বনাথ পৌর যুব বিভাগের সভাপতি আবু সাঈদ, অলংকারি ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি কামাল আহমদ, আল আজম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মকবুল আহমদ, জামায়াতের ওয়ার্ড শাখার সহ সভাপতি ডাঃ আব্দুর রুউফ আল নেমান, হাফেজ সৈয়দ মুন্না।
আরও পড়ুন: বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা শামীম গ্রেপ্তার
মাহফিলে উপস্থিত ছিলেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, টিম সদস্য আবুল কালাম ও আবুল হোসেন, টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজি আরশ মিয়া, মুরব্বী হানিফ আলী, বাবরু মিয়া, সৈয়দ ফারুক আহমদ, ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার শামীম আহমদ, ৭নং ওয়ার্ড মেম্বার বশির উদ্দিন, ৮নং ওয়ার্ড জামায়াত সভাপতি কারী মাসুক আহমদ, মুরব্বী রহিম আলী, নূরুল হক টেংরার, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক হোসেনশাহ, ওয়ার্ড জামায়াত সহ সভাপতি আবু বকর, টেংরা লতিফিয়া ইসলামি সুন্নী সমাজকল্যাণ সংস্হার সভাপতি কন্ট্রাক্টর জাহিদ খাঁন, ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক ব্যাংকার মুহিন খাঁন, পিঠাকড়ার জামায়াত নেতা ফখরুল হোসেন, ফরিদ আহমদ, শিবির নেতা মাহিন আহমদ, অলংকারি ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, আনছার আহমদ, জমির হোসাইন, এটিভি পরিচালক আলী হোসেন মোল্লা প্রমুখ।
মাহফিলে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন একাধিক শিল্পী এবং মাওলানা মাহবুবুর রহমান, জালালাবাদীর দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।