সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের শাহপরান থানার টিলাগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টায় বিশ্বনাথ থানার মামলায় (মামলা নাম্বার-১/৩৪) গ্রেপ্তার দেখিয়ে র্যাব তাকে থানায় হস্তান্তর করে।
সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পৌরসভার জানাইয়া গ্রামের আব্বাস আলীর ছেলে শামীম আহমদ আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকাবস্থায়, বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র মুহিবুর রহমানের বাসার সামনে সংঘর্ষের ঘটনায় তার গাড়িচালকের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সরকার পরিবর্তনের আগে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্বের কারণে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
আরও পড়ুন: বিশ্বনাথে বিএনপির সংবাদ সম্মেলন- বিরোধ মীমাংসায় গিয়ে মামলায় অভিযুক্ত উপজেলা সভাপতি-সম্পাদক
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, ‘মামলার পলাতক আসামিকে র্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।