দুর্গাপূজার পর অপরাধ দমনে সারাদেশে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান: আইজিপি

Ayas-ali-Advertise
অপরাধ দমনে সারাদেশে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
সাংবাদিকদের সাথে কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
অপরাধ দমনে সারাদেশে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
সাংবাদিকদের সাথে কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
Facebook
Twitter
WhatsApp

দুর্গাপূজার পর সারাদেশে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও ট্রাফিক নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, “ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সকল অপরাধের বিরুদ্ধে শিগগিরই সাঁড়াশি অভিযান শুরু হবে। আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করেছি, অনলাইনে অপপ্রচার চলছে। সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, অধিকাংশই গুজব এবং মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা কীভাবে আচরণ করব, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

আগামীকাল রোববার দুর্গাপূজার বিসর্জনের মধ্য দিয়ে পূজা উদযাপন শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, “বিসর্জনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশপ্রধান আরও বলেন, “সারাদেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রায় সোয়া দুই লাখ আনসার সদস্য এবং ৭৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সশস্ত্র বাহিনীও সারাদেশে মোতায়েন রয়েছে।”

তিনি বলেন, “আমাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। পূজা সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আইজিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না। যারাই অপরাধের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুন: শুনানির আগে প্রবাসীদের এনআইডি আবেদন বাতিল করা যাবে না- ইসি

এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, “কাউকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না।”

এ সময় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪