Search
Close this search box.

৯ বেসরকারি ব্যাংকের ঘাটতি ১৮ হাজার কোটি: ৫ ব্যাংকের গ্যারান্টি দেবে সরকার

Ayas-ali-Advertise
৯ বেসরকারি ব্যাংকের ১৮ হাজার কোটি
বাংলাদেশ ব্যাংক । ছবি সংগৃহীত
৯ বেসরকারি ব্যাংকের ১৮ হাজার কোটি
বাংলাদেশ ব্যাংক । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশের ৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের হিসাব পরিবর্তিত হওয়ায় নির্দিষ্ট ব্যাংকভিত্তিক তথ্য দেওয়া কঠিন। তবে এই ৯ ব্যাংকের সম্মিলিত ঘাটতি প্রায় ১৮ হাজার কোটি টাকার কাছাকাছি রয়েছে।

আরও পড়ুন :: ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রফতানি হচ্ছে, জানালেন উপদেষ্টা

এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক। তারল্য সংকট মোকাবিলায় ৫টি ব্যাংক ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে যা তাদের অন্যান্য ব্যাংকের কাছ থেকে সহায়তা নেওয়ার সুযোগ দেবে। বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ায় গ্রান্টার হিসেবে কাজ করবে। তবে এক্সিম ব্যাংক এবং ইসলামী ব্যাংক আবেদন করলেও এখনও কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি সম্পন্ন হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪