বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছেন। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার লামাপুঞ্জি সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩,৯৯৭ পিস স্কিন সাইন ক্রিম, ১৭,৭৬৬ পিস চশমা, ৬৪৮ পিস মুভ স্প্রে, ১,০৩৭ পিস জনসন ক্রিম, ১,৭১০ পিস হোয়াইট টন ক্রিম, ৫০ পিস কাতান শাড়ি, ১৭৮ কেজি পোস্তদানা এবং ২৪০ কেজি চা পাতা।
আরও পড়ুন : শাহপরাণ মা’জারে গভীর রাতে সংঘ’র্ষে আ’হত ৩০
অভিযানের সময় চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। জব্দকৃত পণ্য বর্তমানে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।