এবার হত্যা মামলার আসামী হলেন ডিপজল

Ayas-ali-Advertise
আসামী হলেন ডিপজল
মনোয়ার হোসেন ডিপজল। ছবি সংগৃহীত
আসামী হলেন ডিপজল
মনোয়ার হোসেন ডিপজল। ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

বিনোদন ডেস্ক:: বৈষম্য বিরোধী ছাত্রের আন্দোলনে ধানমন্ডিতে এক যুবক মারা যাওয়ার ঘটনায়, ঢাকার আদালতে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে মামলা ওঠে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নামও যুক্ত করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) ধানমন্ডিতে শুভ নামে যুবক নিহত হওয়ার ঘটনায়, তার মা রেনু আদালতে অভিযোগ দাখিল করেন। ঢাকার ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা অভিযোগটি আমলে নিয়ে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন : খালেদা জিয়ার চরিত্রে এবার নিপুন

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।

উল্লেখ্য, ১৯ জুলাই ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুভ গুলিবিদ্ধ হয় এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪