জাতীয় ডেস্ক:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই বিষয়ে আজ বুধবার একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, গত ১ আগস্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে উল্লেখ করেছিল যে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরসহ এর সব সহযোগী সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন : আবারও অন্তর্বর্তী সরকারে দফতর পুনর্বন্টন, ৪ উপদেষ্টার বাড়ানো হলো মন্ত্রণালয়
তবে চার দিনের মধ্যে, ৫ আগস্ট আন্দোলনের চাপে তখনকার ক্ষমতাসীনদের পতন ঘটে। ক্ষ’মতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ জামায়াত-শিবিরের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।