Search
Close this search box.

গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

গ্রেপ্তার হলেন সাবেক সেনা
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গত ৬ আগস্ট মেজর জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুর : এবার ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

তিনি ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন।

২০০৯ সালে তিনি র‌্যাব-২ এর সহঅধিনায়ক নিযুক্ত হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন, এবং তখন থেকেই তাকে ঘিরে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত