টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২০ মে) সকাল ১১টায় সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পৌঁছেন। জিয়ারত শেষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ পিয়ার, ভূমি বিষয়ক সম্পাদক শামসুল হক মোল্লা, ত্রাস বিষয়ক সম্পাদক এরশাদ মিয়া, পেশাজীবী নেতা মোহাম্মদ আলী, জহির উদ্দিন, আলী আকবর লিকন, আকমল হোসেন, আব্দুল মোমিন, আব্দুল আহাদ, মোবারক হোসেন ও আব্দুল খালিক।